• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

গৌরীপুরে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করেন সংসদ সদস্য নিলুফার আনজুম পপি এমপি

  • ''
  • প্রকাশিত ০৯ মে ২০২৪

গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি:

গৌরীপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করে গৌরীপুর উপজেলা প্রশাসন। উপজেলা কৃষি ও পুর্নবাসন বাস্তবায়ন কমিটি গৌরীপুর ময়মনসিংহের আয়োজনে, উপজেলা প্রাঙ্গণের সামনে ২ জন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। গৌরীপুরের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি মহোদয়, গৌরীপুরের দুই কৃষক মোঃ আজহারুল ইসলাম ও মোঃ আব্দুল মতিন ফকিরের হাতে হারভেস্টার মেশিন তুলে দেন।

আধুনিক ধানকাটার মেশিন পাওয়া কৃষক মোঃ আজহারুল ইসলাম ভাংনামারি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক। তার নামে বরাদ্দকৃত হারভেস্টারের মূল্য ৩৬ লক্ষ টাকা। ১৬ লক্ষ ২০ হাজার টাকা ভর্তুকিতে, ১৯ লক্ষ ৮০ টাকায় এই আধুনিক ধান কাটার মেশিনটি ক্রয় করেন আজহারুল। এছাড়া কৃষক মোঃ আব্দুল মতিন ফকির বোকাইনগর ইউনিয়নের স্বল্প বড়বাদ গ্রামের সন্তান। ৩৩ লক্ষ টাকা মূল্যের আধুনিক ধান কাটার মেশিনটি ১৪ লক্ষ ৭০ হাজার সরকারি ভর্তুকিতে ১৮ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যে ক্রয় করে। উভয়েই ৫ লক্ষ টাকা নগদ জমা দেন। বাকি টাকা ১৮ মাসের মধ্যে জমা দিতে হবে৷ ধান কাটার মেশিন পেয়ে তারা এম পি মহোদয়কে ধন্যবাদ জানান।

অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন,আমি আমৃত্যু পর্যন্ত গৌরীপুরের মানুষের পাশে থাকবো এবং তাদের সেবা করে যাব।

এসময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি,সুমন চন্দ্র রায় পি পি এম সেবা অফিসার ইনচার্জ গৌরীপুর থানা,মোঃসোহেল রানা পাপ্পু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সহকারী কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান রতন,এএসএম দেলোয়ার হোসেন,সালাউদ্দিন কাদের রুবেল চেয়ারম্যান, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান,শাকিল মাহমুদ,শাহীন আহমেদ শামীমসহ,সাংবাদিকবৃন্দ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads